জুড়ীতে আশ্রয়কেন্দ্রে জন্ম নিল শিশু, নাম রাখলেন প্লাবন



নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত  বেলাগাঁও গ্রামের সুহেল মিয়ার পরিবার আশ্রয় নেন জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে। 

বুধবার (২২ জুন) সকাল ৮ টায়  সুহেল মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী আলেখা বেগমের প্রসব ব্যথা উঠে। এরপর জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সহায়তায় সকাল ৮টায় আশ্রয়কেন্দ্রে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন আলেখা বেগম। পরে দুর্যোগে জন্ম নেওয়া এ শিশুর নাম রাখা হয়েছে প্লাবন। 

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ।

জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ বলেন, আমাদের বিদ্যালয়ের  আশ্রয়কেন্দ্রে শিশুটির জন্ম নেওয়ায় নাম রাখা হয়েছে প্লাবন। 

সন্তান প্রসবে সহযোগিতা করেন জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. অসিত দেবনাথ, সহকারী সার্জন ডা. ফারহানা রহমান, স্বাস্থ্য পরিদর্শক রতীশ চক্রবর্তী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সীমা রাণী দাস, অনুরুদ্র পাল।

জুড়ীরসময়/ডেস্ক/এএ