জুড়ীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে ডিসি মীর নাহিদ আহসান



নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান‌। 

শনিবার (১৮ জুন) বিকেল ৪টায় তিনি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওর পাড়ের বেলাগাঁও গ্রামের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে ত্রাণ বিতরণ করেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, উপজেলা  নির্বাহী অফিসার  সোনিয়া সুলতানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা  শর্মা, সহকারী কমিশনার (ভূমি)  রতন কুমার অধিকারী, থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আবুল কাশেম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল খান সহ  পানি উন্নয়ন বোর্ডের  কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনের পাশাপাশি জেলা প্রশাসক বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

জুড়ীরসময়/ডেস্ক/এএ