জুড়ীতে এসিল্যান্ডের গাড়িচাপায় কৃষকের ভেড়া পিষ্ট

 


নিজস্ব প্রতিবেদক: 

মৌলভীবাজারের জুড়ীতে এসিল্যান্ডের গাড়িচাপায় কৃষকের একটি ভেড়া পিষ্ট   হয়েছে, জখম হয়েছে আরও কয়েকটি।

রোববার (১২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বাছিরপুর পয়েন্টে ঘটনাটি ঘটে। তবে বিষয়টি অস্বীকার করেছেন ওই কর্মকর্তা। 

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, জুড়ী থেকে এসিল্যান্ড রতন কুমার অধিকারী'র ব্যবহৃত সরকারি গাড়ি বাছিরপুর পয়েন্ট হয়ে আমতৈল এলাকায় যাওয়ার সময় রাস্তার পাশে থাকা ভেড়ার পালের উপর দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলে গাড়ির নিচে চাপা পড়ে একটি ভেড়ার পিষ্ট হয়ে মারা যায় এবং আরও কয়েকটি আহত হয়।

প্রত্যক্ষদর্শী কামরুল বলেন, ভেড়ার পালের ওপর দিয়ে গাড়িটি চলে যাবার পর লোকজন ডাকাডাকি করলেও গাড়ি থামাননি এসিল্যান্ড। 

ভেড়ার মালিক ইসলাম উদ্দিন বলেন, প্রতিদিনের মতো ভেড়ারপাল বাড়িতে আসছিল। বাড়ির পাশে ভেড়ার পালগুলো আসার পর হঠাৎ করে এসিল্যান্ডের গাড়ি দ্রুতগতিতে এসে পালের ওপর দিয়ে তুলে দেন। এসময় ঘটনাস্থলেই একটি ভেড়া মারা যায়। এছাড়াও আরও কয়েকটি আহত হয়। এই ঘটনায় আমার প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। 

জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  রতন কুমার অধিকারী বলেন, আমি স্বয়ং গাড়িতে ছিলাম, এরকম ঘটনা ঘটেনি। আপনি যেহেতু বলছেন  তাহলে আগামীকাল ক্ষতিগ্রস্তদের অফিসে আসতে বলেন।

জুড়ীরসময়/ডেস্ক/এএ