জুড়ীতে ঈদ উপহার দিয়ে শিশুদের মুখে হাসি ফুটালো ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন

জুড়ীতে ঈদ উপহার দিয়ে শিশুদের মুখে হাসি ফুটালো ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন


আব্দুল্লাহ আল মাহি::

ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন, শিশুদের মুখে হাসি ফুটবেনা যতদিন। ঈদ মানে আনন্দ! ঈদ মানে খুঁশি। আর এই আনন্দের বাস্তবিক রূপ তখনই দৃশ্যমান হবে যখন সমাজের সকল শ্রেণির মানুষের বিশেষত শিশুদের মুখে হাসি ফুটবে।

এই শিশুদের মুখে হাসি ফুটিয়ে তাদের ঈদ আনন্দময় করে তুলতে ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন তাদের ১৬ তম ইভেন্ট (প্রজেক্ট‌ আনন্দ -০৪) বাস্তবায়ন করেছে।

এই প্রজেক্টের আওতায় গতকাল জুড়ী উপজেলার জাঙ্গীরাই  ও বেলাগাঁও গ্রামের কয়েকজন শিশুকে ঈদের জামা উপহার দেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, ফাউন্ডেশনের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের ক্ষুদ্র অবস্থান থেকে অন্তত কিছু শিশুর হাসির কারণ হতে পেরে নিজেদের স্বার্থক মনে করছি।

ঈদের জামা উপহার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফয়েজ‌ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি পারিজাত চন্দ্রাননা অর্চি, সহ-সভাপতি সৌরভ রায়, সাধারণ সম্পাদক পল্লব দাশ, সাংগঠনিক সম্পাদক নিশু রানী দে, সহশিক্ষাক্রমিক কার্যক্রম বিষয়ক সম্পাদক মাহমুদা ইসলাম নাইমা, কোষাধ্যক্ষ সুপার্থ দাশ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল- মাহি, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রাঞ্জল দাশ, ক্রীড়া সম্পাদক অভিষেক দাশ,সংস্কৃতি বিষয়ক সম্পাদক বনশ্রী দাশ, সহকারী ক্রীড়া বিষয়ক সম্পাদক নাসিরুল সালমান।

জুড়ীরসময়/মাহি/সাইফ