জুড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু

জুড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট শুরু


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের (বালক- বালিকা, অনূর্ধ্ব ১৭)  শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১১ মে ) উপজেলা প্রশাসনের আয়োজনে তৈয়ুবুন্নেছা খানম সরকারি কলেজ মাঠে  এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সৈয়দা ফারহানা ইসলাম, ডা: তমা ঘোষ, একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনফর আলী, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু,  জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ক্রীড়া সংগঠক আব্দুল হেকিম ইমন প্রমুখ।

উদ্বোধনী খেলায় পশ্চিমজুড়ী  ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের অনূর্ধ্ব ১৭ বালক দল পরস্পরের মোকাবেলা করে।
জুড়ীরসময়/আজিজ/সাইফ