এক কেজি রোপণ করে মিললো ৭৫ কেজি আলু!

এক কেজিতে মিললো ৭৫ কেজি আলু!


নিজস্ব প্রতিবেদক::
বড়লেখা- জুড়ী অঞ্চলে বাড়ি ঘরের আশেপাশে মাটির নিচে এটা ফলে। শুকনো মাটিতে এই আলু ভালো উৎপাদন হয়। স্থানীয় ভাষায় এটাকে মাটিয়া আলু বা গাতের আলু বলা হয়।

একসময় এই এলাকাজুড়ে এগুলো প্রচুর পরিমানে ফলতো। শুটকি দিয়ে রান্না করলে মজাদার স্বাদ পাওয়া যায়।

আজকাল যত্ম ও পরিচর্যার অভাবে মনে হয় এই অতি সুস্বাদু মাটিয়া আলু বিলুপ্তির পথ ধরেছে।পাহাড়ি, টিলা এলাকায় এগুলো বাণিজ্যিকভাবে ফলানো হলে অনেকেই লাভবান হতে পারেন।

জুড়ী উপজেলার গেয়ালবাড়ী ইউনিয়নের ডুমাবাড়ী গ্রামের শফিক উদ্দীনের বাড়িতে এই আলুর চাষ হয়েছে। জানা যায়, গত ২ বছর আগে ১ কেজি আলু রোপণ করেন। পর পর দুই বছর হারবেস্টিং না করায় ৭৫ কেজি ওজনে পরিনত হয়েছে এই আলু।
সিলেটের মাটিতে বেশ ভালো ফলন হয় এবং ছাদে ড্রামে ও এর ফলন হয়।

জুড়ীরসময়/খোরশেদ/সাইফ