লাঠিটিলায় সড়কের পাশে চশমাপরা হনুমানের মৃতদেহ!

লাঠিটিলায় সড়কের পাশে চশমাপরা হনুমানের মৃতদেহ!


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারেরর জুড়ীর উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা এলাকায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে একটি চশমাপরা হনুমানের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় দিলকুশ বাজার থেকে লাঠিটিলা যাওয়ার পথে কালুয়ার মুড়া জায়গায় এই মৃতদেহটি পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী রেঞ্জ অফিসার মো. আলাউদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, এই এলাকায় গত কয়েকদিন থেকে দূর্গন্ধ আসছে। আজকে দুপুরের দিকে স্থানীয়রা দেখতে এই হনুমানটিকে। পরে বনবিভাগকে খবর দেয়া হয়। তারা এসে প্রণীটি নিয়ে যায়।

জুড়ী রেঞ্জ অফিসার মো. আলাউদ্দিন জুড়ীরসময়কে বলেন, ধারনা করা হচ্ছে ৩/৪ দিন আগে এটি বৈদ্যুতিক তারে শক লেগে মারা যায়। পরে ওয়ার্ড লাইফের কর্মীসহ বন বিভাগের লোক গিয়ে মৃত হনুমানকে মাটিচাপা দেয়া হয়।

স্থানীয় পরিবেশকর্মী খোরশেদ আলম বলেন, বৈদ্যুতিক শক খেয়ে চশমাপরা হনুমানে মৃত্যু হয়। বিদ্যুৎ বিভাগের উচিত বনের ভেতর দিয়ে  বিদ্যুতিক তার নিলে ক্যাবল ব্যাবহার করা। না হয় এরকম বিপন্ন প্রাণী গুলো এভাবেই মারা যাবে।

জুড়ীরসময়/কেআ/সাইফ