প্রিয় কবি

প্রিয় কবি


প্রিয় কবি

খালেদ মাসুদ


প্রিয় কবি আমাদের,
ছেড়ে গেলেন রবের ডাকে।
সবাইকে তো একদিন যেতে হবে,
যাওয়া আসার এই মিছিলে আপনি থাকবেন বুকে।


যে বুকে নেই হিংসা, 
যে বুকে আছে শুধু ভালোবাসা। 
যে বুকে নেই ধর্মহীনতা,
যে বুকে আছে মমতা।


আপনি সেই বুকে থাকবেন,
আপনার লেখা ও কলমের মাধ্যমে। 
বাংলার মাঠ-ঘাট,খেয়া
কৃষকের মায়া মাখা ঘাম জমে।


বাংলার অলিগলিতে আপনার স্মৃতি থাকবে,
স্মৃতি থাকবে বিপ্লবী জনতার মাঝে।
'৭১'সালে নিজে যেরকম দেশের জন্য,
অস্ত্র রেখেছেন বুকের, নেমেছিলেন কাজে।


আপনি এই বৃহৎ সাহিত্যে, 
একটি মহাসাগর। 
যার মধ্যে বাস করে প্রানি,
কুল গেসে উঠে কতো দেশ বন্দর।


প্রিয় কবি আল মাহমুদ, 
আপনার নেই কোনো তুলনা। 
আপনি আল্লাহর এক নেয়ামত, 
জান্নাত নসিব হোক এটাই তো কামনা।

জুড়ীরসময়/ডেস্ক/সাইফ