কুলাউড়ার হাজিপুরে এক বাড়িতে দুর্ধর্ষ চুরি

কুলাউড়ায় হাজিপুরে এক বাড়িতে দুর্ধর্ষ চুরি


বিশেষ প্রতিবেদক::

কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) দিবাগত গভীর রাতে হাজিপুর ইউনিয়নের সূখনাভী গ্রামের সৈয়দ আব্দুল হাই এর বাড়িতে এ ঘটনাটি ঘটে।

চোরেরা স্বর্ণালংকার, নগদ অর্থসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

এ ঘটনায় পর গৃহকর্তা সৈয়দ আব্দুল হাই বাদী হয়ে সৈয়দ রাসেল আহমদ ( ৪০ ) , পিতা - সৈয়দ ছাবির আলী,  মোঃ এরশাদ আলী ( ৪২ ), পিতা - মৃত আব্দুল খালিক , পিংকু দে ( ৩২ ), পিতা- পার্থ সারতী দে সহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করে কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পত্রে বাদী সৈয়দ আব্দুল হাই বলেছেন, বিবাদীগন চোর প্রকৃতির লোক। চুরি করাই তাদের একমাত্র পেশা। আমি একজন পোল্ট্রি ফার্ম ব্যবসায়ী। ঘটনার আগের দিন বিকাল ৫ ঘটিকার সময় আমি আমার স্ত্রীকে আমার শশুড় বাড়ী হইতে বাড়ীতে নিয়ে আসার জন্য বসত ঘরের দরজা তালাবদ্ধ করে কমলগঞ্জপর বলরামপুর আমার শশুড় বাড়ীতে যাযই। ১৬ তারিখ রাত অনুমানিক ০১.৫০ ঘটিকার উল্লেখিত বিবাদীগন আমার বসত ঘর হইতে মালামাল চুরি করে নিয়া যাওয়ার সময় ৩ নং সাক্ষী সৈয়দ আতাউর রহমান পাইকপাড়া বাজার হতে বাড়ীতে যাওয়ার সময় বৈদ্যুতিক লাইটের আলোতে বিবাদীদের চুরি করতে দেখলে চিৎকার করিলে তারা মালামল নিয়া পালিয়ে যায়।

পরবর্তীতে সকাল ০৭.০০ ঘটিকার সময় আমার বোন সৈয়দা লুৎফা বেগম মোবাইল ফোনে আমার বসত ঘর চুরির বিষয় আমাকে জানালে আমি দ্রুত ঘটনাস্থলে এসে দেখি আমার বসত ঘরের স্ট্রিলের আলমিরা ভাঙ্গিয়া ২ ভরি স্বর্ণ মূল্য -১,৪০,০০০ / - টাকা , নগদ -২০,২০০ / - টাকা , ১ টি ৩২ ইঞ্চি এলএডি টিভি মূল্য ২০,০০০ / - টাকা , ৪০ মন ধান মূল্য ৩৮,০০০ / - টাকা , ০১ টি ব্যাটারি -১০,০০০ / -টাকা নিয়া যায় । পরবর্তীতে উপস্থিত সাক্ষীগন আসিয়া ঘটনার বিষয় দেখেন

জুড়ীরসময়/ডেস্ক/এস