জুড়ীতে দৈনিক ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুড়ীতে দৈনিক ইত্তেফাকের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


বিশেষ প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় দৈনিক ইত্তেফাকের ৬৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় ডাকঘর এলাকায় অবস্থিত ইত্তেফাকের জুড়ী অফিসে উপজেলা সংবাদদাতা কামরুল হাসান নোমানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিত সিংহ, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, জুড়ী থানার এসআই সোহানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, ইউপি সদস্য জাকির হোসেন মনির, হাওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি ইমরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ আল আজাদ সোহাদ, কয়েছ আহমদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদ ফয়ছল মাহমুদ, সাংবাদিক বদরুল ইসলাম, ফখরুল ইসলাম, শাহ আলম, আল আমিন, বেলাল হোসাইন, মাইকেল নবরুম, খোরশেদ আলম, আব্দুস সবুর প্রমুখ।
https://www.jurirsomoy.com/2021/12/blog-post_24.html?m=1


সভায় বক্তারা বলেন, “বাংলাদেশের ইতিহাসের সাথে ইত্তেফাক মিশে আছে আপন মহিমায়। ইত্তেফাককে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা যাবে না। স্বাধীনতা, গণ আন্দোলন সহ দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তেজোদীপ্ত ভূমিকা রেখেছে ইত্তেফাক। প্রতিষ্ঠার ৬৯ বছর পরেও ইত্তেফাক সেই ধারা অব্যাহত রেখেছে।”


জুড়ীরসময়/ডেস্ক/সাইফ