জুড়ীতে পূজা মন্ডপ পরিদর্শন করলেন পরিবেশমন্ত্রী

জুড়ীতে পূজামন্ডপ পরিদর্শন করলেন পরিবেশমন্ত্রী


বিশেষ প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গভীর রাত পর্যন্ত বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ২ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত উপজেলার ৭২ পূজা মন্ডপের অধিকাংশ মন্ডপ টানা ১৪ ঘন্টা পরিদর্শন করেন মন্ত্রী।

মন্দির পরিদর্শনকালে মন্ত্রী বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের সম্প্রীতির দেশ। এদেশের সকল ধর্মের মানুষ শান্তিপ্রিয়। এখানে সকল ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্ম পালন করে আসছে। বর্তমানে একটি কুচক্রী মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের বিরুদ্ধে সরকার সচেষ্ট রয়েছে। সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে। এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

মন্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেন,
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিত শর্মা, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, দপ্তর সম্পাদক শরদেন্দু দাস শেখু, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি বিমল মোদক, সাধারণ সম্পাদক সিতাংশু শেখর দাস,
জায়ফরনগর ইউনিয়ন সভাপতি রতিশ চন্দ্র দাশ, উপজেলা আওয়ামীলীগের সদস্য আফজাল হোসেন চিকন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন শাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।

জুড়ীরসময়/মনিরুল/এস