কুলাউড়ায় ট্রেন দূর্ঘটনা, শিশুসহ নিহত ৩

কুলাউড়ায় ট্রেন দূর্ঘটনা, হতাহতের আশংকা


স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা এলাকায় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে একটি মাইক্রোবাস। এতে শিশুসহ ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকার হোসেনপুর রেলট্রসিং এ এই দুর্ঘটনাট ঘটে। তবে নিহতদের নাম, পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্রেন দুর্ঘটনার বিষয়টি নিশিচত করেছেন কুলাউড়া স্টেশন মাস্টার মো. মুহিব উদ্দিন।

স্থানীয় সুত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী আন্তগনর পারাবত ট্রেনটি যাওয়ার পথে হোসেনপুর এলাকায় একটি নোহা মাইক্রোমাস দ্রুত রেললাইন অতিক্রম করতে গেলে সংঘর্ষ ঘটে। এতে গাড়িটি ছিটকে পরে।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। আহতদের সিলেট ওসমানী হাসপাতলে পাঠানো হয়েছে।

জুড়ীরসময়/ডেস্ক/এস