কুলাউড়ায় বিকাশ এজেন্টের উপর হামলা, সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

কুলাউড়ায় বিকাশ এজেন্টের উপর হামলা, সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই


কুলাউড়া প্রতিনিধি::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্বপন দেব (৪৫) নামে এক বিলাশ এজেন্টের উপর দুর্বৃত্তদের হামলা হয়েছে। পরে দুর্বৃত্তরা সাড়ে তিন লক্ষ টাকা, মোবাইল ও আনুমানিক ৫ লক্ষ টাকার মালামাল ছিনতাই করে পালিয়ে গেছে।
  
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে হাজীপুর ইউনিয়নের কাউকাপন বাজার এলাকার উত্তরপল্কী রাস্তার সামনে এ ঘটনাটি ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার ছিলো কাউকাপন বাজারের সাপ্তাহিক হাটবার। রাত আনুমানিক ১২টায় বন্ধু ভেরাইটিজ স্টোরের মালিক ও হরিচক গ্রামের পবিন্দ্র চন্দ্র দে’র পুত্র স্বপন দে অন্যান্য রাতের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন।
উত্তরপল্কীগামী রাস্তার সামনে পৌঁছা মাত্র ওঁৎ পেতে থাকা ৩/৪ জন সন্ত্রাসী ধারলো অস্ত্রধারী এলোপাতাড়ি আঘাত করে স্বপনের হাতে থাকা টাকার ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়।

এলাকাবাসী ঘটনাস্থল থেকে স্বপনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু জুড়ীরসময়কে জানান, তিনি কাউকাপন বাজারের একজন বিকাশ এজেন্ট ব্যবসায়ী। শুক্রবার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাস্তায় ওঁৎ পেতে থাকা ধারালো অস্ত্রধারীরা নগদ সাড়ে ৩ লাখ টাকা ও ২৫টি মোবাইলসহ আনুমানিক ৫ লক্ষ টাকার মালামাল ছিনতাই করে নিয়ে যায়। তাছাড়া তিনি লুট হওয়া অর্থ উদ্ধার ও চিহ্নিত আসামিদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি জানান।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জুড়ীরসময়/মামুন/এস