নিজস্ব প্রতিবেদক::
জুড়ী উপজেলার পুর্ব জুড়ী এলাকার দক্ষিণ বড় ধামাই গ্রামে যুবকদের একত্ববাদে ঐক্যই শক্তি নামক গ্রুপের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) এলাকার যুবকরা মিলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
গ্রাম থেকে মোকাম মসজিদে যাবার রাস্তা পরিবেশ বান্ধব করার পাশাপাশি গাছ লাগিয়ে ছায়াপথ তৈরি করার লক্ষ্যে তাদের এই কার্যক্রম।
উদ্যোক্তারা বলেন, আমাদের এলাকার সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি মসজিদে যাবার রাস্তা ছায়াপথ করে গড়ে তোলার জন্য আমরা আজ গাছ লাগানোর পরিকল্পনার পর কাজ সম্পন্ন করেছি।
তারা আরও বলেন, আমাদের কাজগুলো সব সময় অব্যাহত থাকবে এবং আমরা মনে করি গ্রামের সৌন্দর্য মানেই সবুজ পরিবেশে ঘেরা রাস্তা ও বনভূমি। তার ভিত্তিতেই আজ আমরা বৃক্ষরোপণ করি, এবং আমরা নিশ্চিত আমাদের কাজের মাধ্যমে পরিবেশ সুন্দরতম গঠন তৈরি করবে।
জুড়ীরসময়/ডেস্ক/এস