করোনা: জুড়ীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

করোনা: জুড়ীতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের জুড়ীতে করোনা সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় দিনের মতো ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। 

রবিবার ( ২৭ জুন ) দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশব্যাপী করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টানা ২য় দিনের মত অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। এ সময় পথচারীদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে ফ্রি মাস্ক বিতরণ করতে দেখা যায়।

অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা সংক্রমণ প্রতিরোধ আইন ২০১৮ সালের ২৫ এর ২ ধারা অনুযায়ী ১১ জনকে ১৮০০ টাকা জরিমানা করেন। 

অভিযানের সময় সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ও জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী উপস্থিত ছিলেন। অভিযানকালে ভ্রাম্যমান আদালতকে জুড়ী থানার এসআই আব্দুল মান্নানের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, দেশব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরিমানা সহ সচেতন পথচারীদের মধ্যে ফ্রি মাস্ক বিতরণ করা হয়েছে। সচেতনতা সৃষ্টির পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জুড়ীরসময়/ডেস্ক/এস