করোনা: জুড়ীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা

করোনা: জুড়ীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা


নিজস্ব প্রতিবেদক::

জুড়ী উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। 

শনিবার ( ২৬ জুন ) দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। এ সময় পথচারী যারা মাস্ক ব্যবহার না করে বের হয়েছেন তাদেরকে জরিমানার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ফ্রি মাস্ক দেওয়া হয়। 

অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা সংক্রমণ প্রতিরোধ আইন ২০১৮ সালের ২৫ এর ২ ধারা অনুযায়ী ১২ জনকে ১৫০০ টাকা জরিমানা করেন। এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান একই আইনের আওতায় ১০ জনকে ১০০০ টাকা জরিমানা করেন। 

অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ উপস্থিত ছিলেন। 

অভিযানকালে ভ্রাম্যমান আদালতকে জুড়ী থানার এসআই অনিক রঞ্জন দাসের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, পুরো জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আমরা সতর্ক অবস্থানে রয়েছি। আজ থেকে উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করানো হবে। সচেতনতা সৃষ্টির পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জুড়ীরসময়/ডেস্ক/এস