নিষেধাজ্ঞা অমান্য করায় জুড়ীতে ১৫ হাজার টাকা জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করায় জুড়ীতে ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক::

করোনাভাইরাস প্রতিরোধে জারিকৃত বিভিন্ন নিষেধাজ্ঞা অমান্য  করে শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান খোলা, গণপরিবহন চালানো ও স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করা ইত্যাদি অপরাধে জুড়ীতে ১৩ জনকে পনের হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ জুন) দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) পৃথক ভাবে অভিযান পরিচালনা করেন। সেই সাথে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

উপজেলা শহরের বিভিন্ন স্থানে জুড়ী থানা পুলিশের সহযোগিতায় অভিযান কালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া সুলতানা সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(২) ধারা মোতাবেক এগারো জনকে এগারো হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান একই অপরাধে পৃথক ভাবে দুইজনকে চার টাকা জরিমানা করেন।

জুড়ীরসময়/ডেস্ক/এস