বড়লেখায় সৎপুর ইসলামিক সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

বড়লেখা প্রতিনিধি::

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের সমাজসেবী সংগঠন সৎপুর ইসলামিক সংস্থার উদ্যোগে অর্ধশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্যবিধি মেনে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এগুলো বিতরণ করা হয়েছে।

উক্ত খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক তরুণ সমাজসেবক ডা: কামাল উদ্দিন, সদস্য জাহেদ হোসেন, আনোয়ার হোসেন, খাইরুল ইসলাম, রুহুল আমিন, আইয়ুর হোসেন, জাহাঙ্গীর হোসেন, আবিদ হোসেন, মুসলেহ উদ্দিন, ইমন আহমদ, দেলোয়ার হোসেন, মারুফ আহমদ, মুহিন আহমদ, তানিম হোসেন ও রাসেল আহমদ প্রমুখ।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল তেল, পেঁয়াজ, ডাল, খেজুর, ছোলা, আলু ও লবণ।

সংস্থার আহবায়ক ডা: কামাল উদ্দিন জানান, প্রতিবছরের ন্যায় এবারও আমরা আমাদের সংস্থা থেকে সর্বোচ্চ খাদ্য সামগ্রী বিতরণ করেছি। করোনার প্রাদুর্ভাবের কারণে এবার বাড়ি বাড়ি গিয়ে দিতে হয়েছে। আমরা চেষ্টা রাখবো প্রতিনিয়ত সামাজিক কর্মকান্ডে অগ্রণী ভূমিকা পালন করতে।

জুড়ীরসময়/মাহমুদ/এস