জুড়ীতে ২ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু


স্টাফ রিপোর্টার::


বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ এ শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ীতে ২ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

শনিবার (২৭ মার্চ )সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। 

র‍্যালী শেষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নিবার্হী অফিসার আল-ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

আগামীকাল রোববার এ মেলা শেষ হবে। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের স্টল স্থান পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ,মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা 
সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সমরজিৎ সিংহ, উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন,উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রফিকুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনোতোষ কুমার দেবনাথ,পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন সূত্রধর, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু প্রমুখ।এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জুড়ীর সময়/ডেস্ক/এম