বড়লেখায় শুরু হচ্ছে তিন দিন ব্যাপি বই মেলা



মাহমুদ হাসান::

মৌলভীবাজারে বড়লেখা উপজেলায় "নজরুল একাডেমি বড়লেখা’র" পক্ষ থেকে শুরু হতে যাচ্ছে তিন দিন ব্যাপি বই মেলা।

বইমেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।

আগামী বৃহস্পতিবার (২৫ মার্চ) থেকে পৌর শহরের বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে তিন দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

অন্যবছর একদিনের মেলা হলেও এবার ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ উদযাপন উপলক্ষে তিনদিনের বইমেলা ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও বইমেলা আয়োজক কমিটির আহ্বায়ক জুনেদ রায়হান রিপন জানান, বইমেলা উপলক্ষে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, উন্মুক্ত আলোচনা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।

এছাড়াও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদারবাহিনীর হাতে নির্মমভাবে নিহত তিন শহীদকে মরণোত্তর সম্মাননাসহ আট জনকে সম্মাননা প্রদান করা হবে।

জুড়ীর সময়/ডেস্ক