বৃষ্টি হলেই সড়কে কাদা, ঘটছে দূর্ঘটনা

মাহমুদ হাসান::

বড়লেখার উপজেলার ফকিরবাজারে গতকাল রাতের বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে পড়েছে সড়ক। একটির পর একটি ঘটছে দূর্ঘটনা।

জানা যায়, ইটভাটায় পরিবহনের এবং মালিকানাধীন ভূমি ভরাটের কাজে নিয়জিত ট্রাক্টর থেকে সড়কে উপচে পড়া মাটি সামান্য বৃষ্টির পাানিতেই কাদা জমে যায়। জমে থাকা কাদায় পিচ্ছিল হয়ে বিশেষ করে দুই চাকার যানগুলো দূর্ঘটনার কবলে পরেছে।

সরজমিনে ঐসব স্থানে গিয়ে দেখা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত ৪টি মোটরসাইকেল কাদায় পিছলে পড়ে যায়। এরিমধ্যে অনেকে আহত হয়েছেন।

সিএনজি চালক পলাশ দাস বলেন, অনেকদিন থেকেই স্থানীয় জনপ্রতিনিধিদের এবিষয়ে অবগত করলেও কেউ তেমন কোন গুরুত্ব দেননি।

পথযাত্রী হাসান আহমদ জানান, রাস্তার এই বেহাল অবস্থার কারণে আজকের ঘটে যাওয়া দূর্ঘটনাগুলো যাতে আর না হয় সেইজন্য আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

জুড়ীরসময়/মাহমুদ/এস