মৌলভীবাজারের জুড়ীতে চা বাগানে গরুকে ঘাস খাওয়ানো নিয়ে ঝগড়ায় মনা পাশী (২০) নামের একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যার দিকে সাগরনাল ইউনিয়নের সাগরনাল চা বাগানে এ ঘটনাটি ঘটে।
মনা পাশী সাগরনাল চা বাগানের তিন নং সেকশনের শংকর পাশির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে সাগরনাল চা বাগানে গরুকে ঘাস খাওয়ানো নিয়ে নিহত মনা পাশী ও অনরজিৎতের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারা উভয়ে লাটি নিয়ে মারামারি শুরু করে। এক পর্যায়ে তাদের হাতে থাকা দা নিয়ে দু’জন দু’জনকে কুপানো শুরু করে। দায়ের কুপের আঘাতে ঘটনাস্থলেই মনা পাশীর মৃত্যু হয়।
![]() |
মাটিতে লুটিয়ে পড়া মনা পাশীর দেহ |
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জুড়ীর সময়কে জানান, এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আসামীকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
জুড়ীরসময়/ডেস্ক/এস