বাপ্পার লাশ ফিরে পেতে মেয়ের জোড় মিনতি

নিজস্ব প্রতিবেদক:: 

জুড়ী উপজেলার ফুলতলা বটুলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাপ্পার লাশ দেশে আনতে সংশ্লিষ্টদের কাছে জোড় মিনতি জানিয়েছে তার মেয়ে। 

লাশ দেশে আনার দাবিতে সোমবার (২২ মার্চ) দুপুরে ফুলতলা বটুলি বিজিবি ক্যাম্প ঘেরাও করে এলাকাবাসী। 

এসময় নিহত বাপ্পার মা, বাবা, স্ত্রীসহ তিন ছোট সন্তান এখানে উপস্থিত ছিলেন। 

অবরোধস্থলে বাপ্পা মিয়ার ছোট মেয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। কান্নাবিজড়িত কণ্ঠে সে বলে, আমি আমার আব্বাকে শেষবারের মতো দেখতে চাই। 

এসময় নিহত যুবক বাপ্পার বাবা আবদুল রউফ বলেন , আমি আমার ছেলের লাশটা ফেরত চাই । এ বিষয়ে বিজিবির কাছে আবেদন করলে তারা আমার আবেদনটি গ্রহণ করেননি। 

উল্লেখ্য, শনিবার (২০ মার্চ) ভোরের দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় বাংলাদেশি পিলার ১৮২২ এর বিপরীত পাশে ভারতীয় কাঁটাতারের বেড়ার  অভ্যন্তরে ওই যুবকের মরদেহ পাওয়া যায়। নিহত যুবকের নাম আব্দুল মুমিন বাপ্পা (৩০)।

জুড়ীরসময়/ডেস্ক/এস