বিয়ানীবাজারে ছাত্রলীগ-হেফাজত কর্মীদের হাতাহাতি



মাহমুদ হাসান::

সিলেটের বিয়ানীবাজারে হেফাজতের ডাকা হরতাল চলাকালে হেফাজত ও ছাত্রলীগের দুই কর্মীর বাকবিতণ্ডতায় হাতাহাতির ঘটনা ঘটেছে। 
 
রোববার দুপুর ২টার দিকে পৌরশহরের উত্তরবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে। পরে থানা পুলিশ ও আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে উভয়পক্ষ শান্ত হয়। 

জানা গেছে, ১০ নেতাকর্মী নিহতের প্রতিবাদে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সারাদেশে চলছে। 
 
রবিবার (২৮ মার্চ) দুপুরে বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার থেকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করতে দেখা গেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কোন ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলা না করার জন্য হেফাজত নেতাকর্মীদের অনুরোধ জানান। কিন্তু এসময় হেফাজত ও ছাত্রলীগের দুই কর্মীর বাকবিতণ্ডতায় হাতাহাতির ঘটনা ঘটে। 

এ সময় বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান আহত হয়েছেন। 

তিনি হাতাহাতির সময় তার ডান হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং স্থানীয় একটি চিকিৎসালয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।

জুড়ীর সময়/ডেস্ক/এম