বাপ্পার লাশ ফেরত আনার দাবিতে বিজিবি ক্যাম্প ঘেরাও


নিজস্ব প্রতিবেদক:: 

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বটুলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাপ্পার লাশ দেশে আনার দাবিতে বিজিবি ক্যাম্প ঘেরাও করেছে এলাকাবাসী। 

সোমবার (২২ মার্চ) বেলা ১ টা থেকে এলাকাবাসী বিজিবি ক্যাম্প ঘেরাও করে রাখে। 

ইমতিয়াজ গফুর মারুফ ক্যাম্প ঘেরাও করার বিষয়টি নিশ্চিত করে জুড়ীর সময়কে বলেন, এলাকাবাসী এখনো অবরোধ করে আছে। যতক্ষণ না লাশ আসবে ততক্ষণ তারা অবস্থান করবে।

তিনি বলেন, বিজিবির সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য ম্যাসেজ দিয়েছে। 

এলাকাবাসীর বিক্ষোভ চলাকালে বিজিবি ৫২ ব্যাটেলিয়ানের অধিনায়ক কর্নেল শাহ আলম আমাকে ফোন দিয়ে বলেন উনি ঘটনাস্থলে আসছেন এবং লাশ ভারত থেকে আনার প্রয়ােজনীয় ব্যবস্থা নিচ্ছেন ।

উল্লেখ্য, শনিবার (২০ মার্চ) ভোরের দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় বাংলাদেশি পিলার ১৮২২ এর বিপরীত পাশে ভারতীয় কাঁটাতারের বেড়ার  অভ্যন্তরে ওই যুবকের মরদেহ পাওয়া যায়। নিহত যুবকের নাম আব্দুল মুমিন বাপ্পা (৩০)। তিনি উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী গ্রামের আব্দুর রউফের ছেলে।

জুড়ীরসময়/ডেস্ক/এস