অস্ট্রেলিয়ায় বন্যায় বাড়ী-ঘর সব ভাসমান

 

অস্ট্রেলিয়ায় বন্যায় বাড়ী-ঘর সব ভাসমান

আন্তর্জাতিক ডেস্ক::

রাষ্ট্রীয় জরুরি অবস্থা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলির বেশ কয়েকটি স্কুল সোমবার বন্ধ থাকবে। বাসিন্দাদেরও বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।

হতবাক প্রতিবেশীরা ভারী বৃষ্টিপাতের পরে নদীর তীর ফেটে যাওয়ার পরে ম্যানিং নদীর তীরে উপড়িত তিনটি বাড়ী ভেসে যাওয়া দেখছেন। মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু বাসা-বাড়ী  কে নিরাপদ করা মোটেও সম্ভব হচ্ছে না। 

সিডনির নিম্ন-শহরতলির আরও কয়েক হাজার মানুষকে বলা হয়েছে যে তাদের বাড়ি ছেড়ে যেতে হবে নিরাপদ আশ্রয়ের দিকে। 

কয়েক দশক ধরে শহরটি তার ভয়াবহ বন্যা দেখছে। বৃহস্পতিবার পর্যন্ত জলাবদ্ধতা কমবে বলে আশা করা হচ্ছে না বলে কর্মকর্তারা "প্রাণঘাতী ফ্ল্যাশ বন্যা" সম্পর্কে সতর্ক করেছেন।

প্রিমিয়ার গ্লাডিস বেরেজিক্লিয়ান বলে যে রাজ্য জুড়ে সাতটি জরুরি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, মধ্য-উত্তর উপকূলের কিছু অংশ "১০০ বছরের ইভেন্টে একটি" অনুভব করছে।

সিডনির প্রধান পানির বাঁধ অনেক বছর পর প্রথমবারের মতো উপচে পড়েছে। 

জুড়ীরসময়/ডেস্ক/এবিডি