জুড়ীতে করোনা প্রতিরোধ করতে মাস্ক বিতরণ করেছে ভোক্তা অধিকার


স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় করোনা ভাইরাস(কোভিড-১৯) মোকাবেলায় জাতীয় "ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর" মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক করোনা সচেতনতা প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

সোমবার (২২ মার্চ) উপজেলা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। 

এ সময়, আশপাশের এলাকা সমূহে বাজার তদারকি কার্যক্রমের পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয় । বর্তমান সময়ে হঠাৎ করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং সবাইকে সমাজিক দুরত্ব বাজায় রাখাসহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করা হয়। করোনা সংক্রমণ রোধে এই ধরণের কার্যক্রম চলমান থাকবে।
জুড়ীর সময়/ডেস্ক/এম