জিয়া'র খেতাব বাতিলের প্রতিবাদ জানিয়েছে কাতালোনিয়া যুবদল

জিয়া'র খেতাব বাতিলের প্রতিবাদ জানিয়েছে কাতালোনিয়া যুবদল- জুড়ীরসময়

মুবিন খান, বার্সেলোনা, স্পেন::

একাত্তরে মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে কাতালোনিয়া যুবদল।

রবিবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় স্থানীয় একটি অভিজাত রেষ্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কাতালোনিয়া (স্পেন) শাখার আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের প্রতিবাদে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

কাতালোনিয়া যুবদলের সভাপতি ফয়সাল আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইফতেকার হোসেনের পরিচালনায় 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সভাপতি শফিউল আলম শফি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শফিক খান, কাতালোনিয়া বিএনপির সাধারণ সম্পাদক আজমাল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তুতিউর রহমান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উপদেষ্টা হারুন রশিদ, খালেদ রহমান চৌধুরী, আজমল আলী, ফয়সল আহমেদ, মনজু আহমদ।
জিয়া'র খেতাব বাতিলের প্রতিবাদ জানিয়েছে কাতালোনিয়া যুবদল- জুড়ীরসময়


কাতালোনিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি আক্কাছ মিয়া, সাধারণ সম্পাদক আতিকুর রহমান লিটু, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি আব্দুল হামিদ রোহেল, সিনিয়র সহ সভাপতি রেদওয়ান হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বাতিন মাসউদ, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ প্রমুখ।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে জীবন দানকারী শহিদদের স্মরণ করে ও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত একটা ন্যক্কারজনক ঘটনা। এটা সরকারের সীমালঙ্ঘনের চূড়ান্ত পর্যায়ে এসে পৌছেচে। বাংলাদেশ সরকার ইচ্ছে করেই এই উদ্দেশ্য প্রণোদিত সিদ্ধান্ত গ্রহণ করেছে। জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্ত মুক্তিযুদ্ধ অবমাননার সামিল।  আমরা এর তীব্র নিন্দা জানাই।

জুড়ীরসময়/এমকে/এস