যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৫ লাখ ছাড়ালো

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৫ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক::

যুক্তরাষ্ট্রে মহামারী করোনায় মৃত্যু সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে। করোনার সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়ার্ল্ডমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, রোববার দেশটিতে করোনায় মৃতের মোট সংখ্যা ছিল ৫ লাখ ৯ হাজার ৯১৬ জন।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে করোনার দ্বিতীয় দফা ঢেউ শুরু হয়। ওই সময় দেশটিতে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা প্রথম দফার চেয়েও বাড়তে শুরু করে। গত ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ছিল ৪ হাজার ৫০০ এর বেশি।

৮ জানুয়ারি দেশটিতে এক দিনে সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড করা হয়। ওই দিন তিন লাখ আট হাজার ১৩ জনের সংক্রমণের তথ্য রেকর্ড করা হয়। গত বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে করোনার প্রাদুর্ভাবের পর ২৪ ঘণ্টায় আক্রান্তের এটাই ছিল সর্বোচ্চ সংখ্যা।

ওয়ার্ল্ডমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দুই কোটি ৮৭ লাখ আট হাজার ৩৯৫ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৮৮ লাখ ৯৯ হাজার ৩৮৩ জন। 

সংক্রমণের বিস্তার রোধে যুক্তরাষ্ট্রে গত বছরের ডিসেম্বর থেকে টিকা দেওয়া শুরু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষগুলো টিকা সংকটের অভিযোগ করেছে।

জুড়ীরসময়/ডেস্ক/এস