সিলেটে এনা-লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

নিজস্ব প্রতিবেদক:: 

সিলেটের ওসমানীনগর উপজেলার দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ পর্যন্ত ৮ যাত্রী নিহত হয়ওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৩০ জনের উপর আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। 

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে রশিদপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস ঢাকা মেট্রো-ব, ১৫-৩১৭৬, সিলেট থেকে ঢাকামুখি এনা পরিবহন ঢাকা মেট্রো ব,১৪-৭৩১১ মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনায় দুটি বাসের সামনে অংশ দুমড়ে মুছড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস ও পুলিশ। তারা প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে হতাহতদের উদ্ধার করে।

লন্ডন এক্সপ্রেসের যাত্রী জসিম আহমদ জানান,ঢাকা থেকে আসার বার বার গাড়ির চালক ওভারটেক করছিলেন।কয়েকবার সর্তক করেছিলেন। কিন্তু কথা শুনেননি।

জুড়ীরসময়/ডেস্ক/এস