কবিতাঃ "সত্য ও মিথ্যা"


 "সত্য ও মিথ্যা"

আশিকুর রহমান ইমাদ


"সত্য" সে তো আজ বিলীন,
"মিথ্যা" সে তো আজ লাজ-লজ্জাহীন।

টাকার জোরে আজ সত্য-
হয় মিথ্যায় রুপান্তর। 
এটাই চরম সত্য,
মিথ্যা ছাড়া আজ নেই উপায়ান্তর।

সত্যকে "সত্য" মিথ্যাকে "মিথ্যা"
বলার লোক ক'জন?
এমন লোক তৈরী করা বড়ই প্রয়োজন।

যে দৃপ্ত কণ্ঠে সত্যকে "সত্য"
মিথ্যাকে "মিথ্যা" বলতে করবে না দ্বিধাবোধ। 
এমন লোক তৈরী হোক, এ জমীনে-
তোমার কাছে এই চাওয়া হে মাবুদ।

জুড়ীর সময়/ডেস্ক