বড়লেখায় ৪০ দিন জামাতে নামাজ পড়ায় পুরষ্কার পেল শিশুরা

বড়লেখায় ৪০ দিন জামায়াতে নামাজ পড়ায় পুরষ্কার পেলো শিশুরা

মাহমুদ হাসান::

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের উজিরপুর গ্রামে ৪০ দিন জামাতের সহিত নামাজ আদায় করায় ৩০ জন শিশুকে  পুরষ্কার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৭ জানুয়ারি) বিকেলে সোস্যাল ফাউন্ডেশন উজিরপুর এর উদ্যোগে স্থানীয় উজিরপুর জামে মসজিদে পুরষ্কার বিতরণী অনুষ্টান অনুষ্ঠিত হয়। 

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় ফাউন্ডেশনের সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে বক্তব্য রােখেন আব্দুল আলিম। তিনি বলেন, "সবাইকে নিজে নামাজ পড়তে হবে এবং অন্যদেরকে নামাজের প্রতি উৎসাহ প্রদান করতে হবে। 

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন- ফাউন্ডেশনের প্রতিষ্টাতা আছাদ আল মাহদী, সহ-সভাপতি: সরওয়ার আহমদ, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান রাজু, অর্থ সম্পাদক আকরাম হোসেন, এবং অন্যান্য সদস্যবৃন্দ।

প্রতিষ্টাতা আছাদ আল মাহদী বলেন "এই পরিকল্পনা দীর্ঘমেয়াদি হবে। ভবিষ্যৎতে এই কার্যক্রম আরো ভালো ভাবে চালিয়ে যাওয়ার আশাবদী আমরা"।

উল্লেখ্য এর আগেও আর একবার তাদেরকে পুরুষ্কৃত করা হয়। এবারের আয়োজন ২য় তম। 

জুড়ীরসময়/ডেস্ক/এস