ফুলতলা বণিক সমিতি নির্বাচন: সভাপতি বেলাল, সম্পাদক সেলিম

আফিফুর রহমান আফিফ::

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ফুলতলা বাজার বণিক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে বেলাল উদ্দিন সভাপতি এবং জামাল উদ্দিন সেলিম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার(২১ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়।

এতে ৩৪২ জন ব্যবসায়ী ভোটারের মধ্যে ৩৩৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


সভাপতি পদে বেলাল উদ্দিন আনারস প্রতীকে সর্বোচ্চ ১৯৯টি ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাজুল ইসলাম চেয়ার প্রতীকে ৯১টি ভোট পেয়েছেন। অপর প্রার্থী মাসুক মিয়া ছাতা প্রতীকে ৪২টি ভোট পেয়েছেন।

সহ সভাপতি পদে মঈন উদ্দিন ছদরী মই প্রতীকে ১৬৭টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল খালিক দেয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন ১০৫টি ভোট। অপর প্রার্থী তবারক আলী টেবিল প্রতীকে ভোট পেয়েছেন ৫৫ টি ।

সাধারণ সম্পাদক পদে জামাল উদ্দিন সেলিম হরিণ প্রতীকে ১৭৪টি ভোট পেয়ে পুনরায় জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছবুর মিয়া তপুর চশমা প্রতীকে পেয়েছেন ১১২টি ভোট এবং অপর প্রার্থী আব্দুল বাছিত ছায়াদ চাকা প্রতীকে ভোট পেয়েছেন ৪৬ টি।

সহসাধারণ সম্পাদক পদে আব্দুল আলিম সেবুল জগ প্রতীকে সর্বোচ্চ ২০১ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সফর আলী শাপলা ফুল প্রতীকে পেয়েছেন ১২৮ ভোট।

কোষাধ্যক্ষ পদে ২৩৯ ভোট পেয়ে আজির উদ্দিন সাব্বির মোরগ প্রতীকে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহ আলম তালা-চাবি প্রতীকে পেয়েছেন ৮২ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন প্রার্থীর মধ্যে বদরুল ইসলাম ফুটবল প্রতীকে ১৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী সালাউদ্দিন আম প্রতীকে পেয়েছেন ১১১ ভোট।অপর প্রার্থী মানিক মিয়া মাছ প্রতীকে পেয়েছেন ২৭ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আব্দুর রশিদ দোয়াত কলম প্রতীকে ২২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী সাদেক হোসেন বই প্রতিকে পেয়েছেন ৯৮ ভোট।

দপ্তর সম্পাদক পদে আব্দুল মতিন আপেল প্রতীকে ২০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী নুর মিয়া গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ১২২ ভোট।

সদস্য পদে ৪ জন প্রার্থীর মধ্যে বিজয়ী ৩ জন যথাক্রমে মনফর আলী ডাব প্রতীকে ২০৬ ভোট পেয়ে ১ম রহিম আলী মাইক প্রতীকে ১৫৯ ভোট পেয়ে ২য় এবং কানাই রাম বৈদ্য টিউবওয়েল প্রতীকে ১৪৩ ভোট পেয়ে ৩য় হয়েছেন।সদস্য পদে একমাত্র পরাজিত প্রার্থী আব্দুল হাকিম চৌধুরী বাঘ প্রতীকে পেয়েছেন ১২২ ভোট।

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান আলী, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন দক্ষিণ সাগরনাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী ও ভৈরববাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছ উদ্দিন।পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক রাজিয়া সুলতানা রুনি, পিংকু চন্দ্র পাল, মতিউর রহমান, শাজাহান কবির।

তাছাড়া নির্বাচন সুষ্টভাবে সম্পন্ন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকতা আজিজুল ইসলাম খাঁন।

ভোট গণনা শেষে সন্ধ্যায় বণিক সমিতি নির্বাচন কমিটির সভাপতি ও ফুলতলা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমেদ ফলাফল ঘোষণা করেন।

জুড়ীর সময়/ডেস্ক