কবিতাঃ "শব্দহীন আকুতি"


"শব্দহীন আকুতি"
তাসনিয়া তাহিয়া

সদ্য পেখম মেলেছে ডানা,উড়তে চায় তবুও পারেনা
কখনো কখনো বিষাক্ত বাতাস বাধা হয়ে দাঁড়ায়
প্রান্তরের স্বচ্ছ গলি সুভাষ হারিয়েছে কবে থেকেই
বিষণ্ণ সন্ধ্যেতে কান্নার মৃদু ঘ্রাণে ছেয়ে  যায় এপাশ ওপাশ। 

চায় হারিয়ে যেতে কোন এক অচেনা সীমানায়,
যেখানে থাকবে না নীল জগতের দুঃখ,থাকবে না বখাটের হিংস্র থাবা
শব্দহীন আকুতি নেই কেউ শোনার,আছে শুধু মিথ্যা স্বপ্নের জয়গান।

জুড়ীর সময়/ডেস্ক