জুড়ীতে চালু হয়েছে "মাস্ক সপ্তাহ"

 


স্টাফ রিপোর্টার::

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় "ঝুকি নেয়ার দরকার নেই, মাস্ক ছাড়া গতি নাই" এই স্লোগান নিয়ে জুড়ীতে মাস্ক সপ্তাহ শুরু হয়েছে মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জুড়ী স্কুল চৌমুহনীতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুড়ী উপজেলাসহ পুরো জেলায় মোট ৩০ টি স্থানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঞ্চ তৈরী করেছে পুলিশ। 

যারা মাস্ক পরিধান করেননি, পুলিশ তাদের ওই মঞ্চে নিয়ে মাস্ক পড়ার পক্ষে শপথবাক্য পাঠ করানোর পর মাস্ক পরিধান করে দিচ্ছে। পৃথক ভাবে যারা যারা মাস্ক পরিধান করেছেন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। যানবাহনে করোনাকালে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য নানা স্লোগান যুক্ত স্টিকার লাগানো হয়।

জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করার জন্য জেলার বিভিন্ন স্থানে ৩০ টি চেকপোষ্ট স্থাপন করা হয়েছে। যাদের মাস্ক থাকবে তাদেরকে ফুল দিয়ে বরন করা হবে। এবং যাদের মাস্ক থাকবে না তাদের মাস্ক পড়ার শপথ করানো হবে। 

এছাড়াও যারা মাস্ক ছাড়া শহরে ডুকতে চাইবে তাদেরকে প্রবেশপথে আটকিয়ে দেয়া হবে। পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জুড়ীর সময়/ডেস্ক