কবিতাঃ নির্লজ্জ-৪


নির্লজ্জ-৪

-শফিকুল ইসলাম::

আমি নির্লজ্জ

নির্লজ্জ আমার চোখ, মন,বিবেক

আমি লজ্জা-শরমের মাথায় আঘাত করে

খুন করে মেরেছি অনেক আগেই।

তাই কৃত্রিম রুপ করেছি ধারণ

পতিতালয়ে হরহামেশা করি বিচরণ।

আমি জনসম্মুখে তুলশি পাতা বটে

কিন্তু লোকের অন্তরালে আমার আরেক চরিত্র

আমি চরিত্রহীন আমি লম্পট আমি বখাটে।

অথচ আমি তসবির দানায় খুঁজি জান্নাত

আমি নির্লজ্জ 

আমি রাতের অন্ধকারে যখন একা হই

পর্ণোগ্রাফি নিয়ে থাকি মত্ত।

একাকার হয়ে যাই বাজে অভ্যাসেতে

তখন ভয় থাকেনা মৃত্যু কখন হবে আমার।

আমি নির্লজ্জ 

নিত্য দিনের রুটিন আমার খুন-ঘুম ধর্ষণ

অথচ জনতার চোখে আজ আমি ফেরেস্তা একজন।

আমি রাজনীতির ‘র’ ই জানিনা

অথচ রাজনীতির রাজপুত্রের খ্যাতাবে ভূষিত হয়েছি কতবার

আমার দেশের মুর্খ জনতা জানেনা সেটা আর।