জুড়ীতে কিন্ডারগার্টেন স্কুল খুলে দেওয়ার দাবিতে মতবিনিময় সভা

 

জুড়ীতে কিন্ডারগার্টেন স্কুল খুলে দেওয়ার দাবিতে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার::

স্বাস্থ্যবিধি মেনে মৌলভীবাজার জেলার জুড়ীতে সকল কিন্ডারগার্টেন স্কুল খুলে দেয়ার দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ নভেম্বর) জুড়ী মডেল একাডেমিতে কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির জুড়ী উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

কিন্ডারগার্টেন শিক্ষক সমিতির অর্থ সম্পাদক আব্দুল কাইয়ুম এর পরিচালনায় ও উপদেষ্টা বাদশা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা তপন চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক ও বড়লেখা ঘোলসা মডেল একাডেমীর প্রধান শিক্ষক এম এ শহীদ খান, আহসান আলী একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রশিদ, এন্ড্রয়েড স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষিকা শিউলি বেগম, আব্দুল মুনিম ইসলামি একাডেমির প্রধান শিক্ষিকা ফাহিমা বেগম, আল হাসানা একাডেমীর প্রধান শিক্ষক আব্দুর রহমান, হামিদ আলী মেমোরিয়াল কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক লোকেশ বিশ্বাস, আলফালাহ ইসলামিক একাডেমি জুড়ী'র সহকারী শিক্ষক আজির উদ্দিন, আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক সুহেল আহমেদ, ছোটধামাই আইডিয়াল একাডেমীর প্রধান শিক্ষক হরিদাস রুদ্রপাল, আব্দুল জলিল একাডেমীর সহকারী শিক্ষক মাহবুব হাসান সুমন, দুর্গাপুর একাডেমীর সহকারী শিক্ষক সজল মুন্ডা, জাঙ্গিরাই আদর্শ একাডেমির প্রধান শিক্ষক সাইফুর রহমান প্রমুখ।

বক্তারা মতবিনিময় সভায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।

জুড়ীর সময়/ডেস্ক