জুড়ীতে টিলা কাটায় গুনতে হলো ৫০হাজার টাকা!

নিজস্ব প্রতিবেদক:: 

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অবৈধ ভাবে টিলা কাটার অপরাধে শিপার আহমেদ (৪৫) নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পাতিলাসাঙ্গন গ্রামে টিলা কাটার খবরে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে টিলা কাটার সত্যতা পান। তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় শিপার আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করেন। 

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম বলেন, অবৈধ ভাবে টিলা কাটার বিরুদ্ধে ধারাবাহিক ভাবে অভিযান চলবে।

জুড়ীরসময়/ডেস্ক