কবিতাঃ "পথ শিশু"


-শফিকুল ইসলাম::

গুনগুন গান করে

এটা ওটা খুঁজে ফিরে।

রাস্তার ধারে ধারে

স্বপ্ন বুনার তরে।


নেই বাড়ি নেই গাড়ি 

নেই ভালো জামা।

অনাহারে থেকে থেকে

শরীর আজ তামা।


টাকা নেই কড়ি নেই

তবু চোখ ভরা স্বপ্ন।

এটা ওটা কুড়ায় সে

এক মুটো অন্নের জন্য।


আজ কত পথ শিশু

ভালো খাবার পাবে।

একটি বছর পর 

আজ ভালো খাবার খাবে।

[আজ জাতীয় পথশিশু দিবস]

জুড়ীরসময়/ডেস্ক