প্রেসিডেন্টস স্কাউটস পুরস্কারপ্রাপ্ত হলেন জুড়ীর ৪ জন


স্টাফ রিপোর্টার::

বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ এ্যাওয়ার্ড প্রেসিডেন্টস স্কাউট এ্যাওয়ার্ড ২০১৯ অর্জন করছেন মৌলভীবাজার জেলার ৫ জন স্কাউট। এর মধ্যে  ৪ জনই জুড়ী উপজেলার। 

মঙ্গলবার (১৪ অক্টোব) রাতে এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

তারা হলেন- জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের জাঙ্গিরাই গ্রামের মুজিবুর রহমান আজিজি এর পুত্র আব্দুল্লাহ আল মাহি আজিজি, আমতৈল গ্রামের প্রণয় রঞ্জন দাস এর পুত্র প্রাঞ্জল দাস ও হরিরামপুর স্টেশন রোডের ইন্দ্রমোহন সুত্রধর এর কন্যা সুপ্রিয়া সূত্রধর ঐশী। জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের স্কাউট জায়ফরনগর গ্রামের মতছিন আলী এর পুত্র মোস্তাফিজুর রহমান। এদের সবাই একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী। 

উল্লেখ্য, প্রেসিডেন্টস স্কাউটস এ্যাওয়ার্ড স্কাউটের জাতীয় পর্যায়ের সর্বোচ্চ সম্মাননা যা মহামান্য রাষ্ট্রপতি মহোদয় প্রদান করে থাকেন।

তাদের এই অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জুড়ীর সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীগণ। 

জুড়ীরসময়/ডেস্ক