জুড়ীতে বিক্ষোভ মিছিল, ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহ্বান

 


স্টাফ রিপোর্টার::

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ীতে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ শেষে মুসলিম উম্মাহ জুড়ী উপজেলার পক্ষ থেকে সর্বসাধারণের উপস্থিতিতে কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ঐতিহাসিক শিশুপার্কে গিয়ে সমবেত হয়ে বক্তারা সেখানে বক্তব্য রাখেন।

বক্তারা ব্যবসায়ীদের ফ্রান্সের সকল পন্য বর্জন করার আহ্বান জানান। আন্দোলন কারীরা বাংলাদেশ সরকারকে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব, ফ্রান্সের দূতাবাস অপসারণ ও পণ্য বর্জনের আহ‌বান জানিয়েছেন এবং এই ব্যঙ্গচিত্র এর জন্য এমানুয়েল মাক্রোঁকে বিশ্ববাসীর সামনে ক্ষমা চাইতে হবে।

জুড়ীর সময়/ডেস্ক