জুড়ীতে মাসজুড়ে সড়ক মেরামত

নিজস্ব প্রতিবেদক::

মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার এ স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জুড়ী উপজেলায় মাসব্যাপী গ্রামীণ সড়ক রক্ষাবেক্ষণ ও সংস্কার কাজ শুরু করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজার। 

পুরো অক্টোবর মাস সহ বছর জুরেই জুড়ী উপজেলার গ্রামীণ সড়কগুলোর সংস্কার কাজ করবে এলজিইডি। তারা এই কর্মসূচির নাম দিয়েছে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস। গতকাল দুপুরে আনুষ্ঠানিকভাবে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী-ফুলতলা সড়কে এই কর্মসূচির উদ্বোধন করেন এলজিইডির সিলেট বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, এলজিইডির মৌলভীবাজার জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আজীম উদ্দীন সরদার, এলজিইডির সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো: ইব্রাহিম মিয়া, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো: আকবর আলী, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি প্রকৌশলী দীপক কুমার দাস, জুড়ী উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন সহ এলজিইডির কর্মকর্তা কর্মচারীরা। এলজিইডির কর্মকর্তারা বলেন, অক্টোবর মাস-কে গ্রামীণ রক্ষণাবেক্ষণ মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। এ মাসে সারা দেশে এলজিইডির ভ্রাম্যমাণ মেরামতকারী দল (মোবাইল মেইনটেইনেন্স টিম বা এমএমটি) ভাঙাচোরা গ্রামীণ সড়ক সংস্কার করবে। এ কর্মসূচীর আওতায় গোয়ালবাড়ী-ফুলতলা সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। সড়কটির দৈর্ঘ্য ১১ কিলোমিটার।

জুড়ীরসময়/ডেস্ক