স্কটল্যান্ডে ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌বের মতবি‌নিময় সভা


আন্তর্জাতিক ডেস্ক::

ব্রিটে‌নের বাংলা মি‌ডিয়ার সাংবা‌দিক‌দের প্রতি‌নি‌ধিত্বশীল সংগঠন ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌বের উ‌দ্যো‌গে স্কটল‌্যা‌ন্ডে ক‌মিউ‌নি‌টি নেতৃবৃন্দ ও সাংবা‌দিকদের সা‌থে মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। 

স্কটল‌্যান্ডের রাজধানী এ‌ডিনবরার অ‌ভিজাত ভেন‌্যু ব্রিটা‌নিয়া স্পাইস লাউ‌ঞ্জে এ সভা অনু‌ষ্ঠিত হয়। 

কাউ‌ন্সিল অব বাংলা‌দেশ ইন স্কটল‌্যা‌ন্ডের সভাপ‌তি ড.ওয়া‌লি তসর উদ্দীন এম‌বিই'র সভাপ‌তি‌ত্বে ও চ‌্যা‌নেল আই‌য়ের স্কটল‌্যান্ড প্রতি‌নি‌ধি ও প্রেসক্লাব সহ সভাপ‌তি হুমায়‌ুন কবীরের প‌রিচালনায় সভায় বক্তব‌্য রা‌খেন স্কটল‌্যান্ড আওয়ামীলী‌গের সভাপ‌তি গোলাম আ‌নিস চৌধুরী, এল‌রে‌কের চেয়ারম‌্যান ফয়সল চৌধুরী এম‌বিই, মু‌ক্তি‌যোদ্ধা শাহনুর চৌধুরী, স্কটল‌্যান্ড বিএন‌পির সভাপ‌তি আব্দুল মো‌হিত খ‌ান, ইউ‌কে বাংলা প্রেসক্লাব সভাপ‌তি কে এম আবু তাহের চৌধুরী, সহ সভাপ‌তি খান জামাল ন‌ুরুল ইসলাম,সাধারন সম্পাদক মুন‌জের আহমদ চৌধুরী,যুগ্ম সাধারন সম্পাদক ফখরুল ইসলাম খছরু ও আ‌জিজুল আ‌ম্বিয়া,ট্রেজারার সাইদুল ইসলাম,স্কটল‌্যা‌ন্ডের বি‌শিস্ট সাংবা‌দিক মিজান রহমান,বদরুল হো‌সেন, নাট‌্যকর্মী ফখরুল ইসলাম, ইটালীর মিলান বাংলা প্রেসক্লাব সাধারন সম্পাদক নাজমুল ইসলাম শামীম,আ‌শেক মাহমুদ পার্থ প্রমুখ।


সভায় ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌বের নেতৃবৃন্দ ব‌লেন, ব্রিটেনের সব‌চেয়ে দু‌রের শহর স্কটল‌্যা‌ন্ড থে‌কে প্রেসক্লা‌বের উ‌দ্যো‌গে  ধারাবা‌হিক মতবি‌নিময় সভা শুরু হ‌লো। পর্যায়ক্রমে ব্রিটে‌নের সকল বড় শহরগু‌লো‌তে ব‌াংলা‌দেশী  ক‌মিউ‌নি‌টির মানুষ ও সাংবা‌দিক‌দের সা‌থে স্থানীয় ক‌মিউ‌নি‌টির মানু‌ষের সম্ভাবনা ও সমস‌্যার খবর তু‌লে ধর‌তে মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌বে। ক‌মিউ‌নি‌টির মানু‌ষের সুখ দুঃখ সমস‌্যা সম্ভাবনা তু‌লে ধর‌তে প্রেসক্লাব ব্রিটে‌নে বসবাসরত প্রায় দশ লাখ মানু‌ষের পা‌শে সব সময় থাক‌তে বদ্ধপ‌রিকর। 

সভায়, স্কটল‌্যা‌ন্ডের প্রবাসী বাংলা‌দেশীরা আশপা‌শের বি‌ভিন্ন দু‌রের শহর থে‌কে সভায় যোগ দেন। তারা  তা‌দের স্থানীয় বি‌ভিন্ন সম্ভাবনা ও সংক‌টের কথা তু‌লে ধ‌রেন।

জুড়ীরসময়/ডেস্ক