কবিতাঃ "যুবক"



"যুবক"
আশিকুর রাহমান ইমাদ

হে যুবক তোমাকেই বলছি শুনো, 
এখনো তোমার ঘুম ভাঙ্গেনি কেনো? এখনো তুমি ডুবে আছো ধ্বংসের সাগরে, 
সেই সাগরের এক একটি ঢেউ ডেকে আনছে অনিবার্য ধ্বংস।

কেনো তুমি করো আনুসরণ পশ্চিমা বিশ্বের? 
কেনো তুমি করো অনুসরণ খেলোয়াড়দের? 
কেনো তুমি করো অনুসরণ পথভ্রষ্টদের? কেনো তুমি করো অনুসরণ গায়ক-বাদকের? 

তোমার তো অনুসরণ করা উচিত হযরত মোহাম্মদ (স) এর
তোমার তো অনুসরণ করা উচিত হযরত আবু বকর (রা) এর
তোমার তো আনুসরণ কর উচিত হযরত উমর (রা) এর

তোমার তো আনুসরণ করা উচিত হযরত উসমান (রা) এর
তোমার তো অনুসরণ করা উচিত হযরত আলি (রা) এর।
তোমার তো উচিত অনুসরণ করা মুসলিম উম্মাহর। 

তবে তা নয় কেন,কেনো তাদের কর না অনুসরণ? 
যেতে কি চাউ না জান্নাতে তুমি???
যেতে যদি চাও জাহান্নামে,
জ্বলতে যদি চাও উত্তপ্ত আগুনে 
হতে চাউ যদি জ্বলে অঙ্গার তবে করো অনুসরণ সকল অন্ধত্বের।


জুড়ীর সময়/ডেস্ক