কবিতাঃ "মুখুশের আড়ালে"


"মুখুশের আড়ালে"
মোহাম্মদ কামরুল ইসলাম

নেতাদের ঝাঁক নিয়ে, অর্থের ভাগ দিয়ে
সম্রাট ক্যাসিনো গুরু
নেতাদের লেজ ধরে, ক্যাসিনোর পথ ধরে
সম্রাটের যাত্রা শুরু।

নেতাদের কাছে ছুটে, দেশটাকে খায় লুটে
শয়তান উঠে কাঁপিয়া
ভয়ংকর কারবার, অপরাধ হলো ভার
নাম তার হলো পাপিয়া।

পাপিয়ার সাথে মিল, যেন তারা এক দিল
একই পথে করে যায় ভুল
মানব পাচার করে, অপরাধ বেড়ে বেড়ে
বিদেশে ধরা খায় পাপুল। 

নেতাদের কাছে ঘেঁষে, শয়তানি হাসি হেসে 
সাহেদের অভিযাত্রা 
এভাবেই ধিরে ধিরে, পাপকাজে ভিড়ে ভিড়ে
পাপ হলো অতিমাত্রা।

সাজগোছ করে বেশী, নেতাদের করে খুশী 
বেড়ে উঠে সাবরিনা
হঠাৎ এক ঝড় এলো, সবকিছু খুলে গেলো 
ছি ছি চারিদিকে ঘৃণা। 


জুড়ীর সময়/ডেস্ক