কবিতাঃ "নিয়তির খেলা"



"নিয়তির খেলা"

আশিকুর রাহমান ইমাদ 

যারা থাকে ঐ দূর প্রবাসে,
তারা জানে নাড়ীর প্রতি কত টান।
প্রবাসে থাকতে হলে, 
ভূলে যেতে হয় সকল মান-অভিমান। 

চায় না যেতে কেউ নিজ ইচ্ছাতে,
নিষ্ঠুর প্রবাসে। 
জীবিকার তাগিদে যেতে হয় তাকে,
বিশ্রামহীন প্রবাসে। 
নেইতো সেখানে আরাম আনন্দ লেশ
আছে শুধু দু:খ,কষ্ট,ক্লান্তি আর ক্লেশ। 

ভাবে না সে নিজের কথা, কিনে না নতুন জামা, 
পরিবারকে রাখে রাজার হালে এটাই বেশ।
নিষ্ঠুরতম দূর্ঘটনা কেড়ে নেয় তার প্রাণ,
হবে না যাওয়া নিজ দেশে জীবন যে অবসান।

এদিকে তাহার মর্মস্পর্শী মা ব্যাথায় কাতর, দেখি না আমার বাপুকে কতক বছর।
ছেলের কিছু হলে আগে বুঝে তার মা,
মা ভাবিল এটা মনের ভূল, এ হতে পারে না।

না মা মনের ভূল নয় এটাই সত্য ঘটনা! 
প্রবাস জীবন যে কয় কারে,
পাড়ি জমালো সে প্রবাস থেকেই পরপারে।

বোধহয় এটাই হয়তো নিয়তির খেলা।
প্রার্থনা করি এরকম ঘটনা অার না ঘটুক, 
হোক না কোন মায়ের বুক খালি
সন্তানেরা হোক না এতিম,স্ত্রী বিধবা 
ভালো থাকুক সকল প্রবাসী 
করবো না তাদের প্রতি হেলা। 

(বাস্তব ঘটনা অবলম্বনে)

জুড়ীর সময়/ডেস্ক