কবিতাঃ "বকেয়া বিপ্লব"


"বকেয়া বিপ্লব"
খালেদ মাসুদ

এখনও রাজপথে যাওয়া হয়নি,
হয়নি মিছিলে স্লোগানের স্রোত।
ঘুম ভাঙ্গেনি এখন,
পিটে চেপেছে আলস্য ভুত।

আমরা এখনও স্বপ্নে বিবর,
চোর সেজেছে সেবক,
ডাকাত সেজেছে শিক্ষিত,
অসৎ সেজেছে ইমাম,
সৎ হয়েছে লজ্জিত।

আগেই বিবেক দিয়েছি কবর,
কখন যে জাতির ঘুম ভাঙ্গবে,
কবে যে নতুন সূর্য উটবে।
কবে যে ইনসাফ প্রতিষ্ঠা হবে
সব হবেটা কবে।

আমার জমি আমি দখলে নিবো,
আর বসে থাকলে চলবে না,
বের হতে হবে ঘর থেকে।
নামতে হবে ময়দানে,
চলবে বিপ্লবী ন্যায়ের ঠিকানা।

জুড়ীর সময়/ডেস্ক