করোনায় আক্রান্ত হয়ে ফুলতলায় বৃদ্ধের মৃত্যু


আফিফুর রহমান আফিফ::

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের মৃত লোকাল পাল এর ছেলে পরিতোষ পাল(৫৫) শুক্রবার(১৭জুলাই) ছেলের কর্মস্থল এলাকা বড়লেখায় আইসোলেশন অবস্থায় মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪জুলাই) পরিতোষ পাল নমুনা প্রদান করেন। পরদিন বুধবার(১৫জুলাই) প্রদানকৃত নমুনার ফলাফল পসিটিভ আসে। তার ভিত্তিতে করোনা ভাইরাসের প্রাকৃতিক চিকিৎসা নেয়ার পাশাপাশি বিচ্ছিন্নকরণ অবস্থা অর্থাৎ আইসোলেশনে অবস্থান করছিলেন তিনি।বার্ধক্য জনিত সমস্যার কারণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার পরিমাণ ছিলো আরোগ্যলাভের তুলনায় অপ্রতুল।

শুক্রবার (১৭জুলাই) জিরো আওয়ার রাত ১২ঘটিকার সময় জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ফেইসবুক অফিসিয়াল পেইজ থেকে মৃত্যুর খবর নিশ্চিত হওয়া যায়।পরক্ষণেই মৃত ব্যক্তির লাশ তাঁর স্থানীয় এলাকা পূর্ব বটুলী গ্রামের নতুন বাজার নিয়ে আসা হয়। সকালের দিকে স্বেচ্ছাসেবী সংগঠন ইকরামুল মুসলেমিন এর সহায়তায় সর্বোচ্চ সচেতনতা মেনে ছেলে পার্থ পালের উপস্থিতিতে সৎকার কার্যক্রম সম্পাদন করা হয়। তাছাড়া সৎকারকালে স্বাস্থ্য বিভাগের সিএইচসিপি শঙ্কর দেব উপস্থিত ছিলেন।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আল ইমরান রুহুল ইসলাম বলেন, শুক্রবার (১৭ জুলাই) মৃত ব্যক্তির ছেলে পার্থ পাল সনাতন পদ্ধতিতে মুখাগ্নি করলে তাঁর ধর্মীয় বিধি মোতাবেক সৎকার কার্য সম্পন্ন করা হয়।

জুড়ীর সময়/ডেস্ক