মানবতার শপথ হৃদয়ে নিয়ে জুড়িতে নবসূর্য রূপে উদিত হলো এফ.ডব্লিউ ফাউন্ডেশন



স্টাফ রিপোর্টার::

মৌলভীবাজার জেলার জুড়ীতে একটি আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে এফ.ডব্লিউ ফাউন্ডেশন আত্মপ্রকাশ করেছে এবং কমিটি গঠন হয়েছে।

রোজ রবিবার (১২ জুলাই) উপজেলার প্রয়াত সমাজসেবক নুরুল ইসলাম ফয়েজের স্মরনে ফাউন্ডেশনটি আত্মপ্রকাশ করেছে।

ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি পারিজাত চন্দ্রাননা অর্চি, সহ-সভাপতি মাহমুদা ইসলাম নাঈমা, সাধারণ সম্পাদক নিশু রানী দে, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান নুশরা আল জান্নাত, কোষাধ্যক্ষ জয়ন্ত চাষা, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাহি, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রাঞ্জল দাশ, শিশুসেবা বিষয়ক সম্পাদক সৈকত দাস, সাহিত্য বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন জুহী, সঙ্গীত বিষয়ক সম্পাদক বনশ্রী দাশ প্রমা, বিজ্ঞান বিষয়ক সম্পাদক স্বাগতম মালাকার, চিত্রাংকন বিষয়ক সম্পাদক পারভীন আক্তার খুশি, স্কাউট বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ইমন, মেডিকেল কলেজ অ্যাম্বাসেডর পল্লব দাশ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় অ্যাম্বাসেডর প্লাবন রুদ্র পাল, পাবলিক বিশ্ববিদ্যালয় অ্যাম্বাসেডর সাগর দাশ ও নির্জন সিংহ। কার্যনির্বাহী সদস্যরা হলেন- অভিষেক দাশ অনুপ, সৌরভ রায়, সুপার্থ দাস, সুপ্রিয়া সূত্রধর ঐশী,নাসিরুল ইসলাম সালমান ও তামিম জামান।

এফ.ডব্লিউ ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য:
জুড়ী উপজেলার শিক্ষার্থী কিশোর- কিশোরী ও তরুন- তরুণীদের মধ্যে স্কাউটিং, সমাজসেবামুলক কার্যক্রম, সাংস্কৃতিক কর্মকান্ড, নৈতিক ও মানবিক মূল্যবোধ ইত্যাদি বিষয়ে সচেতনতা তৈরী করে একটি নৈতিক, মানবিক, সামাজিক ও আধুনিক চিন্তা চেতনা সম্পন্ন ভবিষ্যত প্রজন্ম তৈরী করা এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

জুড়ীর সময়/ডেস্ক