মৌলভীবাজারে অনলাইনে বিক্রি হবে কোরবানির গরু



মৌলভীবাজার প্রতিনিধি::

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে করোনাভাইরাসের সংক্রমণ রোধে মৌলভীবাজারে শুরু হয়েছে অনলাইন গরুর হাট।

রোববার (১১ জুলাই) সকালে মৌলভীবাজারে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় অনলাইন গরুর হাটের আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটির উদ্বোধন করেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এসময় নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার হবিগঞ্জ-২ আসনের মহিলা সংসদ সদস্য জোহরা আলাউদ্দিন।

আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও চেয়ারম্যান রফিকুর রহমান, বিভিন্ন পৌরসভার মেয়র ও সরকারি কর্মকর্তারা।

সভায় বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি রাস্তায় গরুর হাট না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বক্তারা বলেন, করোনা সংক্রমণ রোধে এবার রাস্তায় গরুর হাট  বসানো যাবে না। অনলাইনের মাধ্যমে গরু ক্রয়-বিক্রয় করা যাবে।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, করোনা (কোভিড-১৯) পরিস্থিতির সংক্রমণ বিশ্বের নানা দেশের সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখা গিয়েছে। আসন্ন ঈদ-উল -আজহাকে সামনে রেখে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে 'স্মার্ট হাট' (https://www.facebook.com/callrobbazar/) নামক অনলাইন ভিত্তিক পশুর হাট একদিকে যেমন ক্রেতাদের জন্য পশু ক্রয় সহজলভ্য করে দিয়েছে, তেমনি হাটে ক্রেতাদের ব্যাপক সমাগম হ্রাস করে করোনা সংক্রমণের সম্ভাবনা কমাবে।

জুড়ীর সময়/ডেস্ক